কুষ্টিয়া জেলার উপজেলা কয়টি ও কি কি ও কুষ্টিয়া জেলার বিখ্যাত ব্যক্তি

 কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে অবস্থিত ও এই বিভাগ টা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত 

 কুষ্টিয়া পুর্বে নদীয়া জেলায় মোধে ছিল আর সেটা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ১৮৭৯ সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা গঠিত হয়

অবশ্য কুষ্টিয়া কোন প্রাচিন নগরি নয় সম্রাট শাহজাহানের রাজত্বকালে এখানে একটি নদী বন্দর স্থাপিত হয় যদিও বিট্রিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বন্দর বেশি ব্যাবহার করতো

এরপর নীল চাষি ও নীলদের আগমনের পরেই নগরায়ন শুরু হয় 

১৮৬৩ সালে কোলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সরাসরি রেল লাইন স্থাপিত হয় এ কারনে এই অঞ্চল শিল্প কারখানার জন্য আর্দশ স্থান বলে তখন বিবেচিত হয়েছিল

১৯৪৭ সালে ভারত বর্ষ ভাগের সময় কুষ্টিয়া পৃথক জেলা হিসেবে আত্তপ্রকাশ করে

কুষ্টিয়ার মোধে বয়ে যাওয়া নদীগুলো হলো গঙ্গা নদী, গড়াই নদী,মাথা ভাঙা নদী  ও কুমারনদী

অন্য পোষ্ট- বারডেম হাসপাতালের ডাক্তারদের তালিকা এবং তথ্য খরচ ও ফোন নাম্বার 

অন্য পোষ্ট- ফিফা কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সুচি





কুষ্টিয়া জেলার উপজেলা কয়টি ও কি কি ও কুষ্টিয়া জেলার বিখ্যাত ব্যক্তি

কুষ্টিয়া জেলা 


কুষ্টিয়া জেলা নামকরনের ইতিহাস 


কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক রাজধানী হিসেবে বহুল পরিচিত এ জেলার মানুষেরা সুদ্ধ ভাষায় কথা বলে থাকে 

তবুও  কুষ্টিয়া জেলার  নামকরণ  হয়েছে কিভাবে তা নিয়ে রয়েছে  ইতিহাস বিধদের বিভিন্ন মতভেদ রয়েছে

তবে যেটি সবচেয়ে সমথর্ন মত সেটা হলো হেমিলটসনের গেজেটিয়া সুএ আর এই সুএ অনুযায়ী এক সময় কুষ্টিয়া তে অনেক বেশি পরিমাপে পাট চাষ বা পাট উৎপাদন হতো

 পাট কে কুষ্টিয়া জেলার তখনকার ভাষায় কুষ্ঠি বা কোষ্টা বলতো আর এ থেকেই কুষ্টিয়া শব্দ উৎভাবন  

আবার কোন কোন বিশিষ্টজনের মতে ফারাশি শব্দ কুমতহ' এটা থেকে নামকরণ হয়েছে কুশতহ অর্থ ছাই বা দ্বীপ

তবে অনেকে আবার মনে করেন সম্রাট শাহজাহান তখনকার সময়ে কুষ্টি বন্দর কে কেন্দ করে উৎপত্তি হয় কুষ্টিয়া জেলা 

কুষ্টিয়া জেলা কোন জনপ্রদে অবস্থিত

বঙ্গ জনপ্রদে অন্তর্ভুক্ত ছিল বৃহত্তর এই কুষ্টিয়া জেলা 


কুষ্টিয়া জেলা কিসের জন্য বিখ্যাত


তিলের খাজা আইসক্রিম এর জন্য কুষ্টিয়া জেলা অনেকটা বিখ্যাত

এছাড়াও কুষ্টিয়া জেলা তে অনেক দর্শনীয় স্থানগুলো জন্য অনেক বিখ্যাত 

কুষ্টিয়া জেলার জনসংখ্যা কত

খুলনা বিভাগের এই কুষ্টিয়া জেলাতে মোট জনসংখ্যা ২৩,৬৬,৮১১ জন এর মোধে ৫০.৮৬%  পুরুষ এবং ৪৯.১৪% নারী ও এই জনসংখ্যার ৯৫.৭২% মুসলিম, হিন্দু ০.০৬% ও অনান্য ধর্মাবলম্বী

কুষ্টিয়া জেলা কোন বিভাগে অবস্থিত


বাংলাদেশের খুলনা বিভাগে ১০ টি জেলা আর কুষ্টিয়া এই খুলনা বিভাগের মোধে অবস্থিত


কুষ্টিয়া জেলার উপজেলা সমুহ


বর্তমানে বৃহত্তর কুষ্টিয়া জেলার ৬ টি উপজেলা রয়েছে সেগুলো হচ্ছে 

১)কুষ্টিয়া সদর উপজেলা 

২) কুমারখালি উপজেলা 

৩)মিরপুর উপজেলা 

৪)ভেড়ামারা উপজেলা 

৫) খোকসা উপজেলা 

৬) দৌলতপুর উপজেলা


কুষ্টিয়া জেলার থানা কয়টি ও কি কি


কুষ্টিয়া জেলাতে ৭ টি থানা রয়েছে আর এই ৭ টি থানা নাম হলো


১)কুষ্টিয়া সদর থানা

২) মিরপুর থানা

৩) ভেড়ামারা থানা

৪) দৌলতপুর থানা

৫) কুমারখালি থানা 

৬)খোকসা থানা 

৭) কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থানা 


কুষ্টিয়া জেলার আয়তন কত


বৃহত্তর কুষ্টিয়া জেলার আয়তন হলো ১,৬২১.১৫ বর্গকিলোমিটার। আর এই কুষ্টিয়া জেলার পাবনা নাটোর জেলা উওর দিকে অবস্থিত এবং কুষ্টিয়া জেলার দক্ষিণ দিকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা অবস্থিত পুর্ব দিকে রাজবাড়ী জেলা অবস্থিত এবং পশ্চিম দিকে মেহেরপুর জেলা ও ভারতের নদীয়া জেলা অবস্থিত

কুষ্টিয়ার দর্শনীয় স্থান


কুষ্টিয়া জেলা তে অনেক ঐতিহানিক ও দর্শনীয় স্থান আছে তার মোধে বিশ্বকবি রবিন্দনাথের সৃতি বিচরিত কুঠিবাড়ি বা রবিন্দ জাদুঘর 

এছাড়াও বাউল সাইজির লালন শাহে্র মাজার,মীর মোশাররফ হোসেন জাদুঘর, গৌপিনাথ জিয়র মন্দির,  ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ পাকশি হাডিং ব্রিজ, লালন সেতু, মহিনি মিল ও ইসলামি বিশ্ববিদ্যালয় অন্যতম স্থানিয় দর্শনীয় জায়গা 

কুষ্টিয়া জেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ

এই কুষ্টিয়া জেলাতে জন্মগ্রহণ করেছেন বা পৈত্রিক নিবাস বসবাস করেছেন এমন বিশিষ্ট ব্যাক্তিবর্গের তালিকা দেওয়া হল

১) বাউল সম্রাট লালন শাহ

২) প্যারিসুন্দরি দেবী

৩) কাঙ্গাল হরিনাথ

৪) জলধর সেন 

৫) শরফুদ্দীন আহমদ- বীর উত্তম 

৬) মীর মশাররফ হোসেন - প্রখ্যাত স্যাহিতিক

৭) যতীন্দনাথ মুখৌপ্যাধায়( বাঘা যতীন) 

৮) ড.রাধা বিনোদ পাল- প্রখ্যাত আইনজীবী

৯) শিশু স্যাহিতিক - নগেন্দ্রনাথ মৈএ

১০( সৌমিএ চট্রোপ্যাধায়- কবি স্যাহিতিক ও অভিনেতা

১১) বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার - কাজী আরেফ আহমেদ

১২) বাংলাদেশের সাবেক প্রধানমন্তি - শাহ্ আজিজুল রহমান

১৩) মাহবুবুল আলম হানিফ - সংসদ সদস্য কুষ্টিয়া -৩ যুগ্ন সাধারন সম্পাদক আওয়ামী লীগ 

১৪) হাসানুল হক ইনু- জাসদ দলের সভাপতি ও সাবেক তথ্যমন্তি আসন কুষ্টিয়া -২

১৫) সাবেক ক্রিকেট দলের অধিনায়ক - হাবিবুর বাশার সুমন

১৬) ক্রিকেট দলের সদস্য - মোহাম্মদ মিঠুন

১৭) এনামূল হক বিজয় - জাতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান

১৮) সালাউদ্দিন লাভলু- পরিচালক ও অভিনেতা

১৯) কচি খন্দকার - পরিচালক ও অভিনেতা 

২০) মিজু আহমেদ- অভিনেতা

২১) আহমেদ শরীফ- অভিনেতা

২২) বর্না মির্জা অভিনেত্রী 

২৩) সালমা আক্তার - সংগীত শিল্পী 

২৪) জৌতিশি প্রকাশ দও- বাংলাদেশি লেখক

এছাড়াও আরো অনেক গুনি ব্যাক্তিবর্গ এই কুষ্টিয়া জেলাতে রয়েছে

কুষ্টিয়া জেলা নিয়ে আজকের  এই আলোচনা  আশা করি ভালো লেগেছে আপনাদের তাই এমন সকল ধরনের আনকমন তথ্য বা লেখা পেতে বাংলা আইটি সেবা এই বল্গে চোঁখ রাখুন

এছাড়াও এই পোষ্ট বিষয়ে আপনার কোন কিছু জানার থাকলে অথবা কোন বিষয়ে পোষ্ট চান তা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন-সবাইকে ধন্যবাদ 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url