থানকুনি পাতার রসের উপকারিতা
থানকুনি পাতা আপনারা অনেকেই চিনেন আর এই থানকুনি পাতায় রয়েছে অনেক ওষুধি গুন এই থানকুনি পাতা বাজারে কিনতে পাওয়া যায়
আবার গ্রামে অনেক জাগাই পাওয়া যায় তো এই থানকুনি পাতা পুরো গাছ সই কিন্তু ওষুধি গুন আছে তার শিকড় পাতা ডাটা সবগুলোই ওষুধি গুনে ভরপুর
আর এই থানকুনি পাতা সবচেয়ে ভালো কাজ করে সৃতিশক্তি বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে আর বাজারে তো থানকুনি পাতার ক্যাপসুল বা ট্যাবলেট ও পাওয়া যাই
এছাড়াও থানকুনি পাতা দিয়ে তৈরি ভুমি ও ওষুধ ও আছে যা সৃতিশক্তি বৃদ্ধির জন্য ব্যাবহার করা হয়
অন্য পোষ্ট- কোষ্ঠকাঠিন্য দুর করার ওষুধ
কালোজিরা খাওয়ার উপকারিতা ও অপকারিতা
থানকুনি পাতা |
পেটের সমস্যায় থানকুনি পাতা
আর থানকুনি পাতার আর একটা বড় গুন হচ্ছে যে আমাশয় সহ যাদের হজমে গোলমাল আছে কোষ্ঠকাঠিন্য ও আলসারের জন্য ভালো কাজ করে
তো যাদের এরকম সমস্যা আছে তারা অনান্য টেডিশনাল বা যে মেডিসিন আছে ডক্টর তো আমরা দেখাবোই ডক্টর যে মেডিসিন দিচ্ছে তার সাথে আপনি সাফলিমেন্ট হিসেবে থানকুনি পাতা টা খেতে পারেন
থানকুনি পাতা আমাশয়ের জন্য ভালো কাজ করে এক্ষেত্রে আপনি সমস্ত গাছ টা চুর্ন করে ফেলবেন শুকিয়ে পাউডার করে ফেলবেন
এবং বাসায় রেখে দিবেন মোটামুটি এই পাউডার টা দুইমাস ভালো থাকবে আপনি একবার তৈরি করেই প্রতিনিয়ত খেতে পারবেন এবং প্রতিদিন ২ থেকে ৩ গ্রাম পাউডার সকালে ও রাতে খেয়ে নিবেন
যৌবন ধরে রাখতে থানকুনি পাতার উপকারিতা
যৌবন ধরে রাখতে থানকুনি পাতা বিশেষ ভুমিকা রাখে অনেকের অল্প বয়সে দেখলে মনে হয় বুড়ো বুড়ো ভাব তারা এই থানকুনি পাতা টা খেতে পারেন
তাহলে দেখবেন আপনার চেহারা সুন্দর ও যৌবন ফিরে পাবেন এই থানকুনি পাতার ম্যাধমে ও সারাজীবন যৌবন ফিরে পাবেন
থানকুনি পাতা খেলে ফর্সা হয়
এই থানকুনি পাতা ফর্সা হওয়ার জন্য ভালো কাজ করে একদম ভেতর থেকে কাজ করে এক্ষেত্রে আপনি তাজা গাছ বা পাতা ৪ থেকে ৫ চামচ রস্ প্রতিদিন ১ কাপ দুধের সাথে মিশিয়ে
যদি আপনি খান মোটামুটি এভাবে ১ মাস খেলে আপনি দেখবেন ত্বকের মোধে একটা গ্লেসভাব চলে আসবে ত্ব টা অনেক সুন্দর হয়ে উঠবে অনেক উজ্জ্বল হয়ে উঠবে
এর মানে এই না যে সে কালো আছে ফর্সা হয়ে যাবে কিন্তু ত্বক সতেজ ও মশৃন হয়ে সৌন্দর্য্য বৃদ্ধি পাবে
থানকুনি পাতা খাওয়ার নিয়ম
এই থানকুনি পাতার গুণ এতোটা যে বাচ্চার সৃতিশক্তি ভালো না বাচ্চা পড়াশোনায় মনোযোগী না এজন্য ব্যাবহার করে ও ভালো রেজাল্ট পাবেন
এছাড়াও এই থানকুনি পাতা টা আপনি সবজি হিসেবে ব্যাবহার করতে পারেন অথাৎ তরকারি মোধে ডাটা সহ থানকুনি পাতা দিতে পারেন এবং আপনি ভর্তা করে ও খেতে পারেন ও চায়ের মতো করে ও খাওয়া যাই
যেমন,১ গ্লাস পানিতে পাতা দিয়ে জ্বাল দিয়ে যখন আধা গ্লাস হবে তখন ওই পানি টা ও খেতে পারেন
আপনি যেভাবেই খান এই থানকুনি পাতার মোধে থাকা যে গুন এটা আপনি পেয়ে যাবেন
থানকুনি পাতা চেনার উপায়
প্রাকৃতিক চিগিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান তা হলো থানকুনি পাতা এই থানকুনি পাতা বেশির ভাগ পুকুর বা জলাশয়ে দেখা যাই এই থানকুনি পাতার রস্ ও পাউডার শরিলের বিভিন্ন সমস্যার জন্য উপকারী উপরে আমি থানকুনি পাতার ছবি দিয়ে দিবো আপনারা তা দেখে চিনে নেওয়ার চেষ্টা করবেন
থানকুনি পাতা মুখে দিলে কি হয়
থানকুনি পাতা আমাদের মানব দেহের জন্য অনেক উপকারী একটা ভেষজ এই থানকুনি পাতা পুরো গাছই ওষুধ সরুপ এর পাতা ডাটা শিকড় রস্ সবগুলোই ওষুদে ভরপুর
যা কোষ্ঠকাঠিন্য আলসার আমাশয় সৃতিশক্তি বৃদ্ধির ও ত্বকের যত্ন সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উপকারী
তাই আপনি থানকুনি পাতা মুখে দিলে অনেক উপকার পাবেন
থানকুনি পাতর উপকারিতা ও অপকারিতা
এই থানকুনি পাতার অনেক উপকারিতা থাকলে ও এটা পরিমাণ মতো সেবন করতে হবে বেশি পরিমানে খেতে যাবেন না একজন ব্যাক্তি ৪০ গ্রাম থানকুনি পাতা খেতে পারেন এবং পরবর্তী ডোজ খাওয়া ১৫ দিন গ্যাপ রাখবেন
আর যাদের ডায়বেটিস আছে ও যারা গর্ভবতি তারা এই থানকুনি পাতা খাওয়া থেকে বিরত থাকবেন
তাহলে অব্যশয় আপনি এর উপকারিতা পেয়ে যাবেন
healthtips99pro.blogspot.com