বাংলালিংক সিমের সকল তথ্য। বাংলালিংক ইন্টারনেট অফার ও মিনিট অফার

 বাংলাদেশের বাংলালিংক সিম নেদারল্যান্ডসের ভিওন কৌম্পানির মালিকাধীন এবং বাংলাদেশের বৃহত্তম তৃতীয় জি এম এস নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান 

এই বাংলালিংকের গ্রাহক সংখ্যা ২০০৬ সাল পর্যন্ত ছিল ৩.৬৪ মিলিয়ন এবং এই বাংলালিংকের প্রতিষ্ঠাকাল ১৯৯৯ সালে এবং বাংলাদেশের তাদের সদর দপ্তর 

টাইগার হাউজ বাড়ি # এসডব্লিউ(H) ০৪ গুলশান এভিনিউ, গুলশান মডেল টাউন, ঢাকা, বাংলাদেশ 

এবং প্রধান ব্যাক্তি হিসেবে পরিচালনা করেন এরিক আস,প্রধান নিবার্হী ও মালিক ভিওন কৌম্পানী

এছাড়াও এই ভিওন কৌম্পানির লক্ষমাএা হচ্ছে ২৫০ মিলিয়নের বেশি সংখ্যাক গ্রাহকের কাছে তাদের ইন্টারনেট সেবা পৌঁছে বিপ্লব সৃষ্টি করা 

এই ভিওন প্রতিষ্ঠানটি ইতালি,রাশিয়া, পাকিস্তান, আলজেরিয়া,কাজাকস্তান,উজবেকিস্তান,ইউক্রেন,লাওম ও বাংলাদেশ গ্রাহকদের সেবা প্রদান করে আসছে এই প্রতিষ্ঠানটি

আর এই বাংলালিংক নেটওয়ার্ক বাংলাদেশে ও ব্যাপক জনপ্রিয়তা কোটি কোটি মানুষ এই সেবা গ্রহন করে থাকে তাই যারা এই সিম ব্যাবহার করেন তাদের অনেক বিষয় সম্পর্কে জানার প্রয়োজন পড়ে

এক্ষেত্রে আমাদের বাংলালিংক সিমের সকল সেবা জানতে পারবেন যেমন,বাংলালিংক ব্যালেন্স চেক,প্যাকেজ চেকিং কোড,অফার চেকিং কোড,সহ আর ও গুরুত্বপূর্ণ কয়েকটি পড়িসেবা কোড নিয়ে আলোচনা করবো 

তাই আপনি যদি বাংলালিংক সিম গ্রাহক হন আশা করছি আপনার জন্য এটি একটি তথ্যমুলক পোষ্ট হবে

বাংলালিংক সিমের সকল তথ্য। বাংলালিংক ইন্টারনেট অফার ও মিনিট অফার
বাংলালিংক সিম


অন্য পোষ্ট - কুষ্টিয়া জেলার উপজেলা কইটি ও কি কি। কুষ্টিয়া জেলার বিখ্যাত ব্যাক্তি

অন্য পোষ্ট- বারডেম হাসপাতালের ডাক্তারদের তালিকা এবং হাসপাতালের তথ্য খরচ ও ফোন নাম্বার 

ফিফা কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সুচি


বাংলালিংক সিমের ব্যালেন্স চেক 

বর্তমানে আপনার বাংলালিংকের ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *124# এই নাম্বারে 

বাংলালিংক সিমের নাম্বার চেক 

অনেক সময় সিমের নাম্বার চেক করার প্রয়োজন পড়ে আর আপনি যদি আপনার বাংলালিংক সিমের নম্বর চেক করতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *511# এই কোড নম্বরটিতে

বাংলালিংকে টাকা ধার নেই কিভাবে 

বাংলালিংক সিমে টাকা ধার নেওয়ার উপায় ও বাংলালিংক লোন নেওয়ার জন্য এই *874*10# কোডটি তে ডায়াল করুন 

বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স

আপনার বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন *874# এই কোডটিতে

বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড

আপনার বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য *121*1# অথবা *874*0# এই কোডটি ডায়াল করুন 

বাংলালিংক সিমের এস এম এস ব্যালেন্স চেক কোড

SMS  ব্যালেন্স চেক করতে আপনার ফোনের ডায়াল পেড ওপেন করে *124*17# অথবা *124*33# এই কোডটি তে ডায়াল করুন 

বাংলালিংক সিমে মিনিট অফার কোড

বাংলালিংক সিমে মিনিট অফার চেক করার জন্য *121*2# এই কোডটি ডায়াল করুন 

বাংলালিংক সিমে ইন্টারনেট অফার কোড

আপনার বাংলালিংক সিমে ইন্টারনেট অফার চেক করার জন্য *888# এই কোডটি ডায়াল করুন 

বাংলালিংক সিমে কল ওয়েটিং বন্ধ কোড

আপনার বাংলালিংক সিমে কল ওয়েটিং বন্ধ করার জন্য ডায়াল করুন #43# এই কোডটিতে

বাংলালিংক ৪ জি সিম চেক কোড

আপনার বাংলালিংক সিমে ৪ জি টাইপ এবং ৪ জি সিমটি চেক করার জন্য ডায়াল করুন  5000 নম্বরে

বাংলালিংক অফার

Activate 3G ডায়াল করুন *৫০০০*৫৪৩#

          4G ডায়াল করুন *৫০০০*৪৪#

➡️ ২০০ Mb ১৮ টাকায়  ৩ দিন মেয়াদ নিতে ডায়াল করুন *১২১*১৮#

➡️ ৫১২ Mb ২৩ টাকায় ৩ দিন মেয়াদে নিতে ডায়ার করুন *১২১*২৩#

➡️ 75 Mb ১৩ টাকায় ৪ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*১৩#

➡️ 1 Gp ৩৬ টাকায় ৪ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*৩৬#

➡️ 1.5 GP ৪১ টাকায় ৪ দিন মেয়াদে প্যাকটি নিতে ডায়াল করুন *৫০০০*৪১#

➡️ 3 GP ৫৮ টাকায় ৪ দিন মেয়াদে প্যাকটি নিতে ডায়াল করুন *১২১*৫৮#

➡️ 4.5 GP ৬৪ টাকায় ৪ দিন মেয়াদে প্যাকটি নিতে ডায়াল করুন *১২১*৬৪#

➡️ 500 MB ৪২ টাকায় ৭ দিন মেয়াদে প্যাকেজ টি নিতে ডায়াল করুন *১২১*৪২#

➡️ 2 GP ৮৯ টাকায় ৭ দিন মেয়াদে প্যাকেজ টি নিতে ডায়াল করুন *১২১*৮৯#

➡️ 4 GP ১০৮ টাকায় ৭ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*১০৮#

➡️ 7 GP ১১৪ টাকায় ৭ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*১১৪#

➡️ 11GP ১২৯ টাকায় ৭ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*১২৯#

➡️ 15 GP ১৪৯ টাকায় ৭ দিন মেয়াদে প্যাকেজ টি নিতে ডায়াল করুন *১২১*১৪৯#

➡️ 18 GP ১৬৯ টাকায় ৭ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*১৬৯#

➡️ 2.5 GP ২০৯ টাকায় ৩০ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*২০৯#

➡️ 3 GP ২৪৯ টাকায় ৩০ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*২৪৯#

➡️ 6 GP ২৯৯ টাকায় ৩০ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*২৯৯#

➡️ 12 GP ৩৯৯ টাকায় ৩০ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*৩৯৯#

➡️ 40 GP ৪৪৯ টাকায় ৩০ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*৪৪৯#

➡️ 45 GP ৬৯৯ টাকায় ৩০ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*৬৯৯#

➡️ 50 GP ৯৯৯ টাকায় ৩০ দিন মেয়াদে নিতে ডায়াল করুন *১২১*৯৯৯#


এবং ইন্টারনেট ব্যালেন্স দেখতে *৫০০০*৫০০# অথবা *১২৪*৫০# এই কোডটি ডায়াল করুন

এছাড়াও আপনি বাংলালিংক অ্যাপ ব্যাবহার করে ও ইন্টারনেট ব্যালেন্স ও ইন্টারনেট প্যাক কিনতে পারবেন ও নতুন অফারগুলো অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন

আশা করি আজকের এই পোষ্টের আলোচনা আপনাদের ভালো লেগেছে আর এমন আনকমন পোষ্ট বা লেখা ও নতুন নতুন আপডেট পেতে বাংলা আইটি সেবা এই বল্গে চোঁখ রাখুন 

এছাড়াও এই ওয়েব সাইটে হেলর্থ - বিউড- মোটিভেশন- নিউজ - ইনফরমেশন ইত্যাদি বিষয়ে নতুন নতুন পোষ্ট রয়েছে সেগুলো দেখে আসতে পারেন

আর আজকের এই পোষ্টের বিষয়ে কোন প্রশ্ন থাকলে অথবা কোন বিষয়ে পোষ্ট চান তা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন- 

এতোক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url