লিওনেল মেসি।লিওনেল মেসি ব্যালন ডি অর। মেসির গোল সংখ্যা

 বর্তমান সময়ের সেরা ফুটবল  খেলোয়াড় বা ফুটবল খুদে জাদুকর হিসেবে পরিচিত লিওনেল মেসি আর এই ফুটবলের খুদে জাদুকর ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনাই জন্মগ্রহণ করেন 

তবে লিওনেল মেসি ছোটবেলায় গ্রোথ হরমন সমস্যা ও শারিরীক সমস্যায় আক্রান্ত হন 

আর মেসির ছোটবেলার সেই সময় টাই তার পরিবারের পক্ষে মেসিকে চিকিৎসার খরচ বহন করার মতো ক্ষমতা বা সামর্থ ছিল না 

ঠিক এ সময় বার্সেলোনা ক্লাব মেসি বা তার পরিবারের পাশে দাড়াই এবং মেসির চিকিৎসার সমস্ত খরচ বহন করতে সম্মতি জানাই এবং মেসি ১৩ বছর বয়সে চুক্তিবোদ্ধ হন বার্সেলোনা ক্লাবের সাথে আর এই চুক্তি পরই তিনি স্পেনে পাড়ি জমান

বার্সেলোনা ক্লাবে মাএ ১৭ বছর বয়সে ২০০৪ সালের অক্টোবরে মেসির অভিষেক ঘটে মুল্য দলে এবং ২০০৭ সালেই বার্সেলোনা ক্লাবের অপরিহার্য প্লেয়ার হিসেবে ক্ষ্যাতি লাভ করে

অন্য পোষ্ট- ফিফা বিশ্বকাপ ফুটবল কাতার ২০২২ সময়সুচি

অন্য পোষ্ট- বারডেম হাসপাতালের ডাক্তারদের তালিকা এবং হাসপাতালের তথ্য খরচ ও ফোন নাম্বার 

এয়ারটেল কোন দেশের কৌম্পানি। এয়ারটেল ইন্টারনেট অফার ও মিনিট অফার চেক কোড

টাঙ্গাইল জেলার ইতিহাস ও টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত ও দর্শনীয়স্থান 


লিওনেল মেসি।লিওনেল মেসি ব্যালন ডি অর।  মেসির গোল সংখ্যা

লিওনেল মেসি 


মেসির রেকর্ড 

২০০৭ সালে ফিফা বর্ষসেরা ২য় স্থান ও ব্যালন ডি অর ৩ য় স্থান অর্জন সহ বার্সেলোনা দলে নিয়মিত খেলোয়াড় হয়ে উঠে ২০০৮ সাল থেকে

ফুটবল জীবনের শুরুতে ইনজুরি প্রবন হলে ও বার্সেলোনা ক্লাব ও আর্জেন্টিনা দলের নামি খেলোয়াড় হিসেবে পরিচিতি পায় 

তার খেলোয়াড় জীবনে অসাধারণ খেলা উপহার দিয়েছেন 

লা লিগাই সব্বর্চ্চ সংখ্যাক গোল ৪৪০ টি গোল করেছেন লা লিগা এবং ইউরোপীয় লীগ ১ম মৌসুমে ৫০ টি গোল করেন যা সবর্চ্চ সংখ্যাক গোল 

এবং ইউরোপ লীগের ১ম মৌসুমে মেসির সবর্চ্চ সংখ্যাক গোল সংখ্যা ৭৩ টি এক ক্যালেন্ডার ইয়ারে সবর্চ্চ সংখ্যাক গোল ৯১ টা 

এল ক্লাসিক এর ইতিহাসে সবর্চ্চ সংখ্যাক গোল ২৫ টি এবং লা লিগায় ৩৪ টি এছাড়া ও সবর্চ্চ ৮ বার হ্যাট্রিকের কৃতিত্ব অর্জন করেন চ্যাম্পিয়নস লীগে 

এছাড়াও ইতিহাসে সবর্চ্চ গোলে সহায়তাকারী বা পাছিং দিয়ে গোল করাইছেন লা লিগায় ১৮৩ টি ও কোপা আমেরিকা তে ১২ টি 

আর জাতীয় দল ও ক্লাবের হয়ে ৭০০ বেশি সংখ্যাক গোল এর কৃতি অর্জন করেছেন লিওনেল মেসি 

লিওনেল মেসি ব্যালন ডি অর পুরস্কার 

বর্তমান সময়ে ব্যালন ডি অর পুরস্কার মযার্দা পুর্ন পুরস্কার হিসেবে গন্য করা হয়ে থাকে। ১৯৫৬ সাল থেকে এই ব্যালন ডি অর পুরস্কার সেরা ফুটবলারদের দেয়া হয়ে থাকে 

আর ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি ২০২১ সাল পর্যন্ত ব্যালন ডি অর পুরস্কার ৭ বার জিতেছেন যা অনেক বড় একটি রেকর্ড হয়ে আছে 

মেসির ৭ বার ব্যালন ডি অর তালিকা 

লিওনেল মেসির ব্যালন ডি অর 

২০০৯ সালে ব্যালন ডি অর পুরস্কার বিজয়ী - লিওনেল মেসি 

২০১০ সালে ব্যালন ডি অর পুরস্কার বিজয়ী- লিওনেল মেসি 

২০১১ সালে ব্যালন ডি অর পুরস্কার বিজয়ী - লিওনেল মেসি 

২০১২ সালে ব্যালন ডি অর পুরস্কার বিজয়ী- লিওনেল মেসি 

২০১৫ সালে ব্যালন ডি অর পুরস্কার বিজঐী - লিওনেল মেসি 

২০১৯ সালে ব্যালন ডি অর পুরস্কার বিজয়ী - লিওনেল মেসি 

২০২১ সালে ব্যালন ডি অর পুরস্কার বিজয়ী - লিওনেল মেসি 

ব্যালন ডি অর এর মুল্য কত

অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই ব্যালন ডি অর পুরস্কার প্লেয়ার রা কত টাকা পাই

ব্যালন ডি অর এর পুরস্কার হিসেবে মানি প্রাইজ পেয়ে থাকে ৩৫০০ ডলার যা বাংলা টাকা প্রায় ৩ লক্ষ টাকা এর পাশাপাশি স্পন্সর ও ক্লাবের ব্যান্ড ভ্যালু এসব জাইগা থেকে বিজয়ী প্লেয়ার রা মোটা অংকের টাকা পেয়ে থাকে 

যেমন,মেসির ২০১৩ সালের পর থেকে ব্যালন ডি অর হিসেবে ট্যোটাল মোট পুরস্কার অর্থ পেয়েছে ১.২ মিলিয়ন ডলার 

মেসির জন্মদিন আর্জেন্টিনার রোজারিওতে ১৯৮৭ সালের ২৪ জুন লিওনেল মেসি জন্মগ্রহণ করেন তার বাবা হলেন হোর্হে হোরাসিও এবং সেলিনা মারিয়া কুচ্চিওনিনি

এছাড়াও মেসির বড় ২ ভাই ও ১ বোন রয়েছে ১ ম ভাইয়ের নাম রদ্রিগো ২য় ভাইয়ের নাম মাতিয়াস ও বোনের নাম মারিয়া সল

মেসির বিবাহ

 আন্তোনেল্লা রোকুজ্জো এবং তাদের একটি পুএ সন্তান আছে নাম থিয়াগো মেসি রোকুজ্জো

লিওনেল মেসি ২০১৭ সালে বিবাহ করেন তার স্তী নাম 

মেসির উচ্চতা কত

মেসির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি বা ১.৭০ মিটার

লিওনেল মেসির ধর্ম

লিওনেল মেসি জন্মসূত্রে লাথিন আমেরিকার নাগরিক আর এই দেশের ৭১% লোকই খ্রিষ্টান ধর্মের অনুসারী 

এবং আর্জেন্টিনা তে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের চর্চা বেশি হয় তাই এটা স্পর্ট যে মেসি ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের অনুসারী 

আর্জেন্টিনার হয়ে মেসির গোল সংখ্যা কত

লিওনেল মেসি জাতীয় দলের ও আর্জেন্টিনার হয়ে ২০০৫ সালে অভিষেক হয় হাঙ্গেরির বিপক্ষে এবং ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৮০ গোল করেন ১৫৮ ম্যাচে 

লিওনেল মেসির গোল সংখ্যা 

লিওনেল মেসির গোল ২০২১ সার সাল পর্যন্ত ৭৫৮ টি যার মোধে বার্সেল,না ক্লাবের হয়ে ৬৭২ টি জাতীয় দলের হয়ে ৮০ টি ও ৬ টি করেছেন পিএসজির হয়ে

লিওনেল মেসির বয়স কত

লিওনেল মেসি ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন এবং তার বর্তমান বয়স ৩৪ বছর

মেসির বর্তমান ক্লাব কোনটি

লিওনেল মেসির বর্তমান ক্লাব পারি সাঁ জেরেমাঁ 

লিওনেল মেসির আয়

লিওনেল মেসি তার জীবনের অনেকটা সময়ই বার্সেলোনার হয়ে খেলেছেন এবং আজীবন এই ক্লাবের সাথে খেলার কথা থাকলে ও তা হয়ে উঠেনি বর্তমানে তিনি বার্সেলোনা ছেরে পিএসজি তে চুক্তি বদ্ধ হয়েছেন ২ বছরের জন্য ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে 

এই হিসেবে প্রতি বছর লিওনেল মেসির বেতন ৩৫ মিলিয়ন ইউরো যা বাংলা টাকার পরিমাপ সাড়ে তিনশো কোটি টাকা 

এবং মাসিক আয় হিসেব করলে ৩ মিলিয়ন ইউরো যা বাংলাদেশী টাকায় হয় ২৯ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৮০৪ টাকা


আশা করিছি মেসি কে নিয়ে আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে তাই সব ধরনের আনকমন পোষ্ট বা অ্যাটিকেল পেতে বাংলা আইটি সেবা এই বল্গে চোঁখ রাখুন 

এছাড়াও এই ওয়েব সাইটে হেলর্থ -বিউটি - নিউজ - ইনফরমেশন- মোটিভেশন ইত্যাদি বিষয়ে নতুন নতুন পোষ্ট রয়েছে সেগুলো দেখে আসতে পারেন


অন্য পোষ্ট- প্রকৃত সাফল্য অর্জনের উপায় 


আর আজকের এই পোষ্টের বিষয়ে কোন প্রশ্ন থাকলে অথবা কোন বিষয়ে পোষ্ট চান তা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন- 

এতোখন আমাদের সাথে জন্য ধন্যবাদ 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url