যশোর জেলার পরিচিতি ও উপজেলা | যশোর জেলার থানার নাম | যশোরের বিখ্যাত স্থান সমুহ
বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমান্চলে একটি প্রসাসনিক ও রাজনৈতিক খুলনা বিভাগের একটি জেলা যশোর জেলা
এই যশোর জেলার বড় ও প্রধান শহর যশোর এই জেলাটি উপজেলা সংখ্যা অনুসারে বাংলাদেশের এ শ্রেনিভুক্ত জেলা এর আর একটি প্রচলিত নাম যশোহর
এই যশোর জেলা ফুলের রাজধানী হিসেবে ও পরিচিত এবং বিট্রিশ আমলে বাংলাদেশের শত্রু মুক্ত প্রথম জেলা এই জেলার বিমানবন্দরের সাহায্য দেশের অভান্তরে ও যাতায়াত করা হয়
এবং খুলনা বিভাগ থেকে যশোর জেলার দুরুত্ব ৫২ কিলো
এছাড়াও এই যশোর জেলার উওর দিকে ঝিনাইদহ জেলা এবং মাগুরা জেলা অবস্থীত দক্ষিণ দিকে খুলনা জেলা পুর্ব দিকে নড়াইল জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবর্ঙ্গ
অন্য পোষ্ট- রাজশাহী জেলার জনসংখ্যা। রাজশাহী জেলার থানা পৌরসভা ও দর্শনীয়স্থান
অন্য পোষ্ট- বারডেম হাসপাতালের ডাক্তারদের তালিকা এবং হাসপাতালের তথ্য খরচ ও ফোন নাম্বার
অন্য পোষ্ট- রবি কোন দেশের কৌম্পানি। রবি মিনিট অফার ও ইন্টারনেট অফার কোড
অন্য পোষ্ট- ফিফা কাতার বিশ্বকাপ ফুটবল সময়সুচি ২০২২

যশোর জেলা
যশোর জেলার ইতিহাস
যশোর একটি প্রাচিন জনপ্রদ যশোর জেলার আনুমানিক ১৪৫০ খ্রিষ্টাব্দে খানজাহান আলী সহ প্রায় ১২ জন্য আউলিয়া যশোর মুড়লি ইসলাম ধর্ম প্রচার করার জন্য প্রধান কেন্দ হিসেবে গড়ে তোলেন
এবং ক্রমান্বয়ে সেখানে মুড়ালি কসবা নামে নতুন শহর গড়ে উঠে এবং পরবর্তীতে ১৯১৫ খ্রি যশোর রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং কুষ্টিয়া ফরিদপুর ও খুলনা - বনগাও এই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল
১৭৪৭ সালে নাটরের রাণি ভবানীর রাজ্যে অন্তর্ভুক্ত হয় এবং ১৭৮১ খ্রিষ্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্তপ্রকাশ করে
যশোর জেলার নামকরনের ইতিহাস
যশোর এই নাম টি উৎপত্তি নিয়ে অনেক মতামত রয়েছে এই জেলার নামকরন নিয়ে ঐতিহাসিকদের মোধে মতবিরোধ রয়েছে
মনে করা হয় আরবি শব্দ 'জসর' থেকে উৎপত্তি যশোর জসর অর্থ সাঁকো একসময় যশোরে নদীনালায় পরিপুর্ণ ছিল
এবং এই নদী বা খাল পারাপারের জন্য সাঁকো তৈরি করতো আরবি শব্দ জসর যার বাংলা অর্থ বাশের সাঁকো আর এই থেকে যশোর নামের উৎপত্তি
আবার অন্য আর একটা সুএ থেকে জানা যায় মহারাজ প্রতাপাদিত্যর পিতা বিক্রমাদিত্য এবং তাদের এক সহযোগী তাদের গৌএের চরম অরাজাকতার সময় সুলতান অনেক ধনরত্ন নৌকা বোঝাই করে এই এলাকায় প্রবেশ করেন
এবং ধীরে ধীরে এই বন জঙ্গলে আবৃত্তি এলাকাটার খ্যাতি চারদিকে ছরিয়ে পরলো এবং প্রতিষ্ঠিত হয় একটা রাজ্যে এবং সেই নবগঠিত রাজার নামকরন হয় যশোহর
এবং প্রবাদে আছে গৌড়ের যশ হরন করে এলাকার শ্রীবৃদ্ধি হওয়ার কারনে এই রাজ্যের নাম যশোহর রাখা হয় আর এই 'যশোর ' শব্দটি যশোহর শব্দের অপভ্রংশ
যশোর জেলা কোন বিভাগে
বৃহত্তর এই জেলাটি খুলনা বিভাগে অবস্থিত আর খুলনা থেকে যশোর জেলার দুরত্ব ৫২ কিলোমিটার
যশোর জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়
যশোর জেলাটি ১৭৮১ খ্রিষ্টাব্দে একটি পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়
যশোর জেলার আয়তন
যশোর জেলার মোট আয়তন ২,৬০৬.৯৪ বর্গকিলোমিটার বা ১,০০৬.৫৫ বর্গমাইল
যশোর জেলার জনসংখ্যা
২০১১ সালের আদম শুমারী রিপোর্ট অনুযায়ী যশোর জেলার মোট জনসংখ্যা ২৭,৬৪,৫৪৭ যা জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,১০০ এবং সাক্ষরতার হার ৯৫%
যশোর জেলার উপজেলা
এই যশোর জেলায় মোট ৮ টি উপজেলা রয়েছে এই উপজেলা গুলো হল
➡️ যশোর সদর উপজেলা
➡️ অভয়নগর উপজেলা
➡️ কেশবপুর উপজেলা
➡️ চৌগাছা উপজেলা
➡️ ঝিকরগাছ উপজেলা
➡️ বাঘারপাড়া উপজেলা
➡️ মনিরামপুর উপজেলা
➡️ শার্শা উপজেলা
যশোর জেলার পৌরসভা কয়টি
যশোর জেলায় ৮ টি পৌরসভা রয়েছে এই পৌরসভাগুলো হল
➡️ সদর পৌরসভা যশোর
➡️ অভয়নগর পৌরসভা
➡️ কেশবপুর পৌরসভা
➡️ চৌগাছা পৌরসভা
➡️ ঝিকড়গাছা পৌরসভা
➡️ বাঘারপাড়া পৌরসভা
➡️ মনিরামপুর পৌরসভা
➡️ শার্শা পৌরসভা
যশোর জেলার থানা কয়টি ও কি কি
এই যশোর জেলায় মোট থানা সংখ্যা ৮ টি থানাগুলো হল
১) যশোর সদর থানা
২) অভয়নগর থানা
৩) চৌগাছা থানা
৪) কেশবপুর থানা
৫) বাঘারপাড়া থানা
৬) ঝিকরগাছা থানা
৭) মনিরামপুর থানা
৮) শার্শা (পোর্ট থানা বেনাপোল)
যশোর জেলা কেনো বিখ্যাত
যশোর জেলাকে ফুলের রাজধানী ও বলা হয় তাই এই যশোর জেলার ফুল,খয়,খেজুর গুড়,এবং জামতলার মিষ্টির জন্য বিখ্যাত
যশোর জেলার বিখ্যাত ব্যাক্তিবর্গ
➡️ কবি মাইকেল মধুসূদন দত্ত
➡️ রায় বাহাদুর যথুনাথ মজুমদার
➡️ কর্মবীর মোহাম্মদ মেহেরুল্লাহ
➡️ বিঙ্গানি রাধা গোবিন্দ চন্দ্র
➡️ শিশির কুমার ঘোষ ( স্যাহিতিক ও সাংবাদিক)
➡️ শহীদ মতিউর রহমান - এডভোকেট
➡️ যতীন্দনাথ মুখ্যপ্যাধায় - বাঘা যতীন
➡️ কে পি বসু- কালিপদ বসু
➡️ আয়েশা সরদার- নারী আন্দোলন নেএী
➡️ শরিফ হোসেন - প্রোফেসর
➡️ ওয়াহেদ আলী আনসারী
➡️রওশন আলি- সমাজসেবক, রাজনিতিবিদ, ও এডভোকেট
➡️মোঃ সফি - আলোকচিএাকর
➡️মোশারউফ হোসেন
আরো অনেক বিখ্যাত ব্যাক্তিবর্গ এই যশোরে রয়েছে
আশা করি আজকের এই পোষ্টের আলোচনা আপনাদের ভালো লেগেছে আর এমন আনকমন পোষ্ট বা লেখা ও নতুন নতুন আপডেট পেতে বাংলা আইটি সেবা বল্গে চোঁখ রাখুন
এছাড়াও এই ওয়েব সাইটে হেলর্থ - বিউটি- মোটিভেশন- নিউজ - ইনফরমেশন ইত্যাদি বিষয়ে নতুন নতুন পোষ্ট রয়েছে সেগুলো দেখে আসতে পারেন
আর আজকের এই পোষ্টের বিষয়ে কোন প্রশ্ন থাকলে অথবা কোন বিষয়ে পোষ্ট চান তা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন-
এতোক্ষন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ