মেহেরপুর জেলাতে থানা কয়টি ও কি কি।মেহেরপুর উপজেলা।
বাংলাদেশের মধ্যন্চলে খুলনা বিভাগের একটি জেলা হল মেহেরপুর জেলা এটি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা
এই মেহেরপুর জেলার উওরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা দক্ষিণ দিকে রয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও পশ্চিমবঙ্গ পুর্বে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত
![]() |
মেহেরপুর জেলা |
মেহেরপুর জেলার নামকরণ ইতিহাস
মেহেরপুর জেলার নামকরণ সম্পর্কে দুটি তথ্য পাওয়া যায়, একটি হল ষোলশ শতকের দিকে দরবেশ মেহের আলি তার নামের সাথে স্বারসম্য রেখে মেহেরপুর নামকরন করা হয়
আবার অনেকের মতে,মিহির খনার, মহির থেকে মিহিরপুর নামকরন এবং পরবর্তী তে তা মেহেরপুর নাম রুপান্তরিত হয়
মেহেরপুর জেলা কোন বিভাগে
বাংলাদেশের খুলনা বিভাগের মোধে এই মেহেরপুর জেলা
মেহেরপুর জেলার আয়তন
মেহেরপুর জেলার আয়তন ৭১৬.৬২ বর্গকিলোমিটার
মেহেরপুর জেলার জনসংখ্যা
২০১১ সালের আদম শুমারী মেহেরপুর জেলার মোট জনসংখ্যা ৬ লাখ ৫৫ হাজার ৩৯২ জন
মেহেরপুর জেলার উপজেলা
মেহেরপুর জেলাতে ৩ টি উপজেলা রয়েছে উপজেলাগুলো হল ১) মেহেরপুর সদর উপজেলা ২) মুজিবনগর উপজেলা ৩) গাংনী উপজেলা
মেহেরপুর জেলার পৌরসভা কয়টি
মেহেরপুর জেলাতে ২ টি পৌরসভা রয়েছে
১) মেহেরপুর সদর ২ গাংনী পৌরসভা
মেহেরপুর জেলা থানা কয়টি ও কি কি
মেহেরপুর জেলাতে ৩ টি থানা রয়েছে থানাগুলো হল
১) মেহেরপুর সদর থানা ২)মুজিবনগর থানা ৩) গাংনী থানা
মেহেরপুর জেলা শিক্ষা প্রতিষ্ঠান
মেহেরপুর জেলাতে সাক্ষারতার হার ৫৩.৬ শতাংশ এছাড়াও মেহেরপুরে সরকারি কলেজ আছে ৪টি, বেসরকারি কলেজ ১২ টি,কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৬ টি, কলেজিয়েট স্কুল ৫ টি, সরকারি উচ্চ বিদ্যালয় ৩ টি, বেসরকারি ম্যাধমিক বিদ্যালয় ১১ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৯৬ টি,নর্ন রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় ৭ টি এবং মাদরাসার সংখ্যা ৬০ টি
মেহেরপুর দর্শনীয়স্থান সমুহ
মেহেরপুর অনেক দর্শনীয়স্থান রয়েছে এগুলো মোধে উল্লেখ যোগ্য
১) মুজিবনগর মুক্তিযুদ্ধ সুতি কমপ্লেক্স
২) মেহেরপুর শহীদ সৃতিসৌধ
৩) আমদহ গ্রামের স্থপত্য নির্দশন
৪) সিদ্ধেশ্বরী কালি মন্দির
৫) আমঝুপি নীলকুঠি
৬) ভবান্দপুর মন্দির
উপরোক্ত অ্যাটিকেলের ম্যাধমে মেহেরপুর জেলার গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে আশা করি এই পোষ্টের ম্যাধমে আপনি মেহেরপুর সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন।
এছাড়াও এই পোষ্ট সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন - ধন্যবাদ